“Child Care Academy Reunion"
“বিদ্যালয়, মোদের বিদ্যালয়, এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়।” বিদ্যালয় হলো প্রকৃত মানুষ গড়ার কারিগর। এখানে সভ্যতা শেখানো হয়, অসভ্য দূর করার কৌশল শেখানো হয়। দেশ ও জাতি গঠনে আমাদের কতটুকু অগ্রগতি প্রয়োজন সে শিক্ষা দেওয়া হয়। এছাড়া জীবন চলার পথে যে শিক্ষা গুলো প্রয়োজন সার্বিকভাবে আমাদের সেই জ্ঞান দান করা হয়। “চাইল্ড কেয়ার একাডেমি" যেখান থেকে আমাদের শিক্ষা জীবন শুরু হয়। আমরা এই শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি চিরকৃতজ্ঞ। দেখতে দেখতে ২৫ বছর শেষ হয়ে যাচ্ছে প্রিয় প্রতিষ্ঠানের। চাইল্ড কেয়ার একাডেমি'র ২৫বছর ফূর্তি উপলক্ষে রজতজয়ন্তী ও পুনর্মিলন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সবাই রেজিষ্ট্রেশন করুন। সবার বন্ধু বান্ধবী'দের রেজিষ্ট্রেশন করতে উৎসাহিত করুন। সবার সাহায্য সহযোগিতার মাধ্যমে একটি সুন্দর, প্রাণবন্ত ও উৎসবমুখর অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ! 💝
Event Timetable
Information Of Event Schedule
9:00 AM - 10:00 AM
schedule 1
10:00 AM - 11:00 AM
schedule 2